Tripura

3 months ago

Animesh Davarma:রাবার চাষের মত অয়েল পাম চাষের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হতে পারবেন : বনমন্ত্রী

Animesh Davarma
Animesh Davarma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাবার চাষের মাধ্যমে গ্রামীণ মানুষ যেমন স্বাবলম্বী হয়েছেন তেমনি অয়েল পাম চাষের মাধ্যমেও কৃষকরা স্বাবলম্বী হতে পারবেন। খোয়াই জেলার তুলাশিখর ব্লকের পূর্ব তখছাইয়া ভিলেজের মধুগোজা পাড়ায়  সুখমতি দেববর্মার ওয়েল পাম বাগানে পাম গাছ লাগিয়ে মেগা ওয়েল পাম প্ল্যান্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করে বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দববর্মা একথা বলেন।

বনমন্ত্রী আশা প্রকাশ করেন অয়েল পাম চাষেও গ্রামীণ মানুষ আগ্রহী হবেন। পাম অয়েল চাষে এগিয়ে আসতে তিনি সবার প্রতি আহ্বান জানান। ন্যাশনাল মিশন এডিবল অয়েল এন্ড পাম অয়েল স্কিমে সুবিধাভোগী সুখমতি দেববর্মার ১০ কানি জমিতে এই বাগান গড়ে তোলা হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে এডিসি খোয়াই জোনালের চেয়ারম্যান চিত্রা দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন বাচাইবাড়ি এডিসি সাবজোনালের চেয়ারম্যান তাপস দেববর্মা, হর্টিকালচার ও সয়েল কনজারভেশন দপ্তরের অধিকর্তা ড. ফনিভূষণ জমাতিয়া, দপ্তরের খোয়াই জেলা কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর সাবেন্দ্র দেববর্মা প্রমুখ।

You might also like!