আগরতলা, ২২ মে : বৃহস্পতিবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। সারা বিশ্বে এই দিনটি যথাযথভাবে পালিত হচ্ছে। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী আগরতলার প্রজ্ঞাভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছে ত্রিপুরা জীববৈচিত্র্য বোর্ড এবং ত্রিপুরা স্ক্যাটফর্ম প্রকল্প। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবেশ, বিজ্ঞান এবং বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি রক্তদান শিবির ও বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন করেন। এই কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে বনমন্ত্রী জানান, প্রকৃতি এবং মানুষের মধ্যে সামঞ্জস্য নষ্ট হয়ে গেলে আমরা বাঁচতে পারব না। আগামী প্রজন্মের কাছে এই পৃথিবীকে বাঁচার মত উপযোগী করে রাখতে অক্সিজেনের যোগানের জন্য আমাদের গাছ লাগানো প্রথম কর্তব্য ।দ্বিতীয়তঃ বন্যপ্রাণী এবং মানুষের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে হবে। এর জন্য সচেতনতার প্রয়োজন। জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, সিপাহীজলা অভয়ারণ্যকে বিশ্বমানের করা হবে। এর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সিপাহীজলা অভয়ারণ্যে একটি বাঘিনীর তিনটি বাচ্চার জন্ম দিয়েছে। পর্যাপ্ত পরিবেশ এবং পরিকাঠামো রয়েছে বলেই এটা সম্ভব হয়েছে।