উদয়পুর (ত্রিপুরা) : গোমতি জেলার অন্তর্গত পেরাতিয়ায় ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে নগর বন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা নবনির্মিত নগর বনের উদ্বোধন করেছেন।
নগর বনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বনজ সম্পদকে ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার উদ্যোগ নিয়েছে। শুধু তা-ই নয়, বন পরিবেশের নিরাপত্তা সুনিশ্চিত করে। তাছাড়া বন অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, বনজ সম্পদকে ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার উদ্যোগ নিয়েছে। রাজ্যের বনজ সম্পদকে রক্ষা করার জন্য রাজ্য সরকার বনরক্ষী মোতায়েন করেছে। তাছাড়া, রাজ্য সরকার ইকো ট্যুরিজমের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, পর্যটন ক্ষেত্রের সার্বিক উন্নয়নেও রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ শুধুমাত্র বনমহোৎসবের দিন করলেই চলবে না। নিয়ম করে সব সময় তা করতে হবে। সবুজায়নে বন দফতরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবুজায়নে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পেরাতিয়ায় এই নগর বন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ২২ লক্ষ টাকা।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মাতাবাড়িকে আধুনিক ও আন্তর্জাতিক ধর্মীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই সাথে মানুষের বিনোদনের জন্য পার্ক এবং উদয়পুর রেল স্টেশন থেকে মাতাবাড়ি এবং মহারানি ব্যারেজ থেকে ছবিমুড়া পর্যন্ত রোপওয়ে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নগর বনের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন দফতরের প্রধানসচিব কেএস শেঠি, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্রচন্দ্র মজুমদার, গোমতির জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল প্রমুখ।