Tripura

1 year ago

Tripura assembly by-elections: বিধানসভা উপনির্বাচনে ত্রিপুরার দুটি কেন্দ্রেই জয়ী বিজেপি

BJP won both seats in Tripura assembly by-elections
BJP won both seats in Tripura assembly by-elections

 

আগরতলা, ৮ সেপ্টেম্বর:ত্রিপুরার দুটি কেন্দ্রেই বিধানসভা উপনির্বাচনে জয় পেল শাসকদল। সেখানের ধনপুর এবং বক্সানগর দুটি আসনেই জিতেছেন বিজেপির প্রার্থীরা। বক্সানগরে জিতেছেন বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন। সেখানে সিপিএমের মিজান হোসনকে ৩০ হাজার ২৩৭ ভোটের ব্যবধানে হারিয়ে জিতেছেন তিনি। অন্যদিকে ধনপুর কেন্দ্রে জিতেছেন শাসক শিবিরের প্রার্থী বিন্দু দেবনাথ। সেখানে পরাজিত হয়েছেন সিপিএমের কৌশিক চন্দ। এই আসনে বিন্দু দেবনাথ জিতেছেন ১৮ হাজার ৮৭১ ভোটের ব্যবধানে।

ফেব্রুয়ারি মাসে নির্বাচনে ধনপুর কেন্দ্রে জিতেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। কিন্তু জেতার পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। সেবারও তাঁর বিরুদ্ধে লড়াই করে হেরেছিলেন কৌশিক চন্দ। উল্লেখ্য, এক সময়ে এই কেন্দ্র ছিল সিপিএমের শক্তঘাঁটি । ধনপুর থেকেই জিতেছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তবে, বক্সানগর আসনে জিতেছিলেন সিপিএমের প্রার্থী সামসুল হক । জুলাই মাসে তিনি মারা যাওয়ার কারণে গত ৫ সেপ্টেম্বর দেশের আরও ৫টি রাজ্যের ৫টি আসনের সঙ্গে ত্রিপুরার বক্সানগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রেওহ বিধানসভা উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয়। যার ভোট গণনা হচ্ছে আজ। উপ-নির্বাচনে ত্রিপুরার দুটি আসেনেই জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। কমিশনের তথ্য অনুযায়ী বক্সানগর কেন্দ্রে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন জিতেছেন ৩০ হাজারের বেশি ভোটের ব্যবধানে। ওই আসনে সিপিএমের প্রার্থী মিজান হোসেন পেয়েছেন মাত্র ৩ হাজার ৯০৯টি ভোট। সেখানে শাসক দলের প্রার্থী পেয়েছেন ৩৪ হাজার ১৪৬টি ভোট। এর আগে ওই আসনে ৪৮৪৯ ভোটে জিতেছিল সিপিএম। অন্যদিকে, ধনপুর আসনে বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০ হাজার ১৭টি ভোট। সিপিএমের প্রার্থী কৌশিক চন্দ পেয়েছেন ১১ হাজার ১৪৬টি ভোট। গত ৫ তারিখে এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছিল। সেখানে ভোট পড়ে প্রায় ৮৬.৫০ শতাংশ।

You might also like!