Tripura

7 months ago

Narendra Modi :ত্রিপুরায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী সমাবেশ সফল করতে সহযোগী দলগুলির সাথে বৈঠক বিজেপি নেতৃত্বের

Narendra Modi
Narendra Modi

 

আগরতলা  : ১৭ এপ্রিল আগরতলা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত লোকসভা নির্বাচনের ভোট প্রচারের লক্ষ্যেেই তিনি আসছেন। প্রধনমন্ত্রী আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত নির্বাচনী সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য বিজেপি নেতৃত্ব তাঁদের সহযোগী দল আইপিএফটি এবং তিপ্রা মথার নেতাদের সাথে বৈঠক করেছেন।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ এবং ১৭ এপ্রিল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে ইতিমধ্যে বিজেপি এবং শরিক দল তিপ্রা মথা ও আইপিএফটি দলের বৈঠক হয়। দুটি জনসমাবেশ কীভাবে জনজোয়ারে ভাসানো যায় সে বিষয়ে শনিবার মানিক্য এনক্লেভে বৈঠক হয়েছে।

মন্ত্রী টিংকু রায় বলেন, আগামী ১৫ এপ্রিল কুমারঘাটে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই জনসমাবেশে উপস্থিত থাকবেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ শরিক দলের নেতৃত্ব। তাঁকে এদিন স্বাগত জানাতে গোটা ধলাই জেলার মানুষ উৎসাহিত।

অন্যদিকে ১৭ এপ্রিল রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনের সফরের পর নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক জয় হবে মনোনীত দুই প্রার্থীর। তিনি আরও জানান, কুমারঘাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাবেশে ৩৫ থেকে ৪০ হাজার লোকের জমায়েত হবে।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মা, প্রার্থী কৃতি সিং দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, তিপ্রা মথার সভাপতি বিজয় রাঙ্খল প্রমুখ।

You might also like!