Tripura

11 months ago

Tripura :ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে প্রাণীপালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী

Animal Resource Development Minister Sudhanshu Das
Animal Resource Development Minister Sudhanshu Das

 

ধর্মনগর  : ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে প্রাণীপালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সরকার প্রাণীপালকদের উৎসাহিত করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।  উত্তর ত্রিপুরা জেলায় মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের সূচনা করে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।

মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, রাজ্যের অর্থনৈতিক বিকাশে প্রাণীপালন হচ্ছে অন্যতম ক্ষেত্র। রাজ্যের প্রাণীপালকদের আর্থ সামাজিক মানোন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ কৃষক। কৃষির পাশাপাশি অনেকেই পশুপালনও করে থাকেন। মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পে রাজ্যের প্রতিটি ব্লকের ৫০ জন করে সুবিধাভোগীকে সহায়তা দেওয়া হবে। উত্তর ত্রিপুরা জেলার ৮টি ব্লকের ৪০০ জন প্রাণীপালককে এই প্রকল্পে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার, প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডা. এন কে চঞ্চল, দপ্তরের উত্তর জেলার উপঅধিকর্তা ডা. এল রায়বা প্রমুখ। 

You might also like!