Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

1 year ago

Asus Zenbook 14 OLED: সিঙ্গেল চার্জে ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপের সুবিধা, আসছে Asus এর অ্যাডভান্সড ল্যপটপ

Asus Zenbook 14 OLED
Asus Zenbook 14 OLED

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনতুন বছরে একটি নয়া ল্যাপটপ আনতে চলেছে আসুস (Asus)। অন্য ল্যাপটপের মতো একাধিক ফিচার্স থাকলেও নয়া এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ অন্য মডেলের থেকে সম্পূর্ণ আলাদা। সংস্থার তরফে জানানো হয়েছে, আপগ্রেডেড এই ল্যাপটপটিতে সিঙ্গল চার্জে ১৫ ঘণ্টা পর্যন্ত চলবে।

আসুসের এর ল্যাপটপটির মডেলের নাম Asus Zenbook 14 OLED। মূলত যারা নিয়মিত কাজের জন্য একস্থান থেকে অন্যস্থানে ঘোরেন তাঁদের কথা মাথায় রেখে এই মডেলটি তৈরি করা হয়েছে। মাত্র ১.২ কেজি ওজন। সিঙ্গেল চার্জে ১৫ ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে। অর্থাৎ দীর্ঘক্ষণ চার্জ না দিলেও কোনও সমস্যা হবে না। অ্য়াডভান্সড পারফরম্যান্সের জন্য ল্যাপটপে দেওয়া হয়েছে Intel এর সদ্য লঞ্চ হওয়া AI আলট্রা কোর প্রসেসর।

ল্যাপটপে দেওয়া হয়েছে 1TB SSD স্টোরেজ এবং 32 GB RAM। 3k Asus Lumina OLED টাচ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রিফ্রেস রেট 120 Hz। যার ফলে অডিও ভিজ্যুয়ালয়ে দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন ব্যবহারকারীরা।

ল্যাপটপটি আগামী বছরের শুরু থেকেই বিক্রি শুরু হবে। ভারতে এই মডেলের দাম কত রাখা হবে সেবিষয়ে এখনও নিশ্চিত করে জানা যায়নি।


You might also like!