Technology

9 months ago

ভারতেও লঞ্চ করা হতে পারে Redmi Note 13R Pro, জেনে নিন বিস্তারিত

Redmi Note 13R Pro
Redmi Note 13R Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে Redmi Note 13R Pro ফোনটি POCO X6 Neo নামে লঞ্চ করা হতে পারে। আপাতত ‘Redmi Note 13 সিরিজ’ ভারতে লঞ্চ করা হয়নি। ইন্ডিয়ান শাওমি ফ্যানরা অধীর আগ্রহে এই সিরিজের জন্য অপেক্ষা করছে। চীনে এই সিরিজের অধীনে Redmi Note 13 5G, Note 13 Pro, Note 13 Pro+ এবং Note 13R Pro নামের চারটি ফোন পেশ করা হয়েছে। ভারতের মার্কেটে এই সিরিজ লঞ্চ সম্পর্কে কোম্পানি কি পরিকল্পনা করছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই রেডমি সিরিজের ফোন ভারতে POCO ব্র্যান্ডের অধীনেই পেশ কা হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

Redmi Note 13R Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi Note 13R Pro ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লে 2160 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1920 পিডব্লিউএম ডিমিং এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Redmi Note 13R Pro ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 12GB LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 storage ফিচার রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 3x জুমের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 13R Pro ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে 3.5mm জ্যাক, IR blaster, ইউএসবি টাইপ সি পোর্ট, Wi-Fi 5 এবং Bluetooth 5.3 এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।


You might also like!