Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

1 year ago

POCO M6 ফোনটি Redmi 13C এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হবে জেনে নিন স্পেসিফিকেশন

Redmi 13C 5G
Redmi 13C 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ POCO একটি অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোনকোম্পানি । শীঘ্রই এই ফোনগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে বলে আশা করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনগুলি ভারতেও পেশ করা হতে পারে। টিপস্টার Kacper Skrzypek এক্স অর্থাৎ টুইটারের মাধ্যমে জানিয়েছেন POCO M6 ফোনটি Redmi 13C এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হবে, যা কিছু দিন আগেই ভারতে পেশ করা হয়েছে।

Redmi 13C 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi 13C 5G ফোনে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1600 x 720 পিক্সেল রেজোলিউশন এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: Redmi 13C 5G ফোনটিতে 8GB পর্যন্ত LPDDR4 RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রোএসদি কার্ড ব্যাবহার করে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

কানেক্টিভিটি: Redmi 13C ফোনে 5G/4G, ডুয়েল সিম, ওয়াইফাই 802.11, ব্লুটুথ 5.3, 3.5 এমএম অডিও জ্যাক ও জিপিএস রয়েছে।

ক্যামেরা: Redmi 13C 4G ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 2MP ম্যাক্রো লেন্স এবং Auxiliary লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 5G ভার্সনে 50MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 এর সঙ্গে পেশ করা হয়েছে।

ব্যাটারি: এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: এতে সেলফি এবং ভিডিও কলের জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।


You might also like!