Technology

10 months ago

ভারতে আসছে সস্তা স্মার্টফোন POCO C65

POCO C65
POCO C65

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শাওমি (Xiaomi) অধীনস্থ ব্র্যান্ড পোকো নভেম্বর মাসে Poco C65 স্মার্টফোনটিকে প্রাথমিকভাবে গ্লোবাল মার্কেটে এনেছিল। আর এখন, কোম্পানিটি বাজেট ডিভাইসটি ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। লঞ্চের আগেই এখন একটি নতুন রিপোর্টে Poco C65-এর নয়া কালার অপশন প্রকাশ করা হয়েছে। কি কি তথ্য উঠে এল এই নতুন পোকো ফোনের ছবিটি থেকে, আসুন জেনে নেওয়া যাক।

৯১মোবাইলস পোকো সি৬৫-এর পার্পল কালার অপশনের একটি ছবি প্রকাশ করেছে। এই ছবি আসন্ন ফোনটির কালার ভ্যারিয়েন্ট প্রকাশ করার পাশাপাশি রিয়ার প্যানেলের ডিজাইনও প্রদর্শন করেছে। এই ছবিটি ডিভাইসের মার্কেটিং মেটিরিয়ালের একটি অংশ বলে মনে হচ্ছে। ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ দুটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গেছে। রিয়ার শেলে পোকো ব্র্যান্ডিংও থাকবে।

POCO C65 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: POCO C65 ফোনে 6.74 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1600×720 পিক্সেল রেজলিউশন, 90Hz রিফ্রেশরেট, 600 নিটস ব্রাইটনেস এবং ওয়াটার ড্রপ নচ সাপোর্ট করে। এছাড়া এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এই ফোনে কোম্পানি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট যোগ করেছে।

স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 6GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। এছাড়া এতে virtual RAM ফিচার ব্যাবহার করে RAM বাড়ানোর সুবিধা আছে এবং ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল AI প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 18 ওয়াট ফফাস্ত চার্জিং সাপোর্টেড 5000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, 3.5 এমএম অডিও জ্যাক, এনএফসির মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

OS: POCO C65 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এমআইইউআই 14 এ কাজ করে।


You might also like!