Technology

1 month ago

অসাধারণ ফিচার সহ ভারতে লঞ্চ হল Snapdragon 8 Gen 3 চিপসেট সহ OnePlus Pad 2

OnePlus Pad 2
OnePlus Pad 2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওয়ানপ্লাসের আরও এক নতুন ডিভাইস লঞ্চ হতে চলেছে বাজারে। এবার নতুন ট্যাব লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হবে ওয়ানপ্লাস প্যাড 2। এটি লঞ্চ হওয়ার 24 ঘণ্টা আগেই ফাঁস একাধিক ফিচার্স। ওই দিন একাধিক ডিভাইস লঞ্চ করতে পারে কোম্পানি। এর মধ্যে রয়েছে ওয়ানপ্লাস নর্ড 4, প্যাড 2, নর্ড বাডস 3 প্রো এবং ওয়াচ 2আর। দেশের বাজারে ট্যাবের দাম কত হতে পারে আসুন জেনে নেওয়া যাক

OnePlus Pad 2 ফোনের দাম

ভারতে OnePlus Pad 2 ট্যাবলেট দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ট্যাবলেটের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 39,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 42,999 টাকা রাখা হয়েছে। আগামী 1 আগস্ট থেকে OnePlus Pad 2 এর সেল শুরু হবে। এছাড়া ব্যাঙ্ক কার্ড পেমেন্তে এই ডিভাইসের দামে 2 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

OnePlus Pad 2 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OnePlus Pad 2 ট্যাবলেটে 3000 × 2120 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 12.1-ইঞ্চির 3K ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশরেট, 900nits ব্রাইটনেস এবং 303PPI পিক্সেল ডেসিটি সাপোর্ট করে। এই ট্যাবলেটের স্ক্রিন টু বডি রেশিও 88.40%।

প্রসেসর: এই ট্যাবলেট অ্যান্ড্রয়েড 14 এবং OxygenOS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য OnePlus Pad 2 তে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: ভারতে এই ট্যাবলেট 8GB RAM এবং 12GB RAM সহ পেশ করা হয়েছে। ডিভাইসের 8GB RAM মডেলে 128GB এবং 12GB RAM মডেলে 256GB স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus Pad 2 তে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ট্যাবলেটে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবলেটে 67W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,510mAh ব্যাটারি রয়েছে।

OnePlus Stylo 2

OnePlus Pad 2 এর সঙ্গে কোম্পানি স্মার্ট পেন হিসাবে OnePlus Stylo 2 লঞ্চ করেছে। এই ডিভাইসের দাম 5499 টাকা রাখা হয়েছে। এই পেনে টাচ কন্ট্রোল প্যাড রয়েছে। এতে ফিঙ্গার স্ক্রল করে ট্যাবলেটের স্ক্রিন নেভিগেত করা যায়। OnePlus Stylo 2 লেজার পয়েন্টারের কাজও করে। এর সাহায্যে টেক্সট লেখা থেকে শুরু করে কালার হাইলাইট পর্যন্ত করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 16,000 প্রেসার সেন্সিবিলিটি লেভেল আছে যা 0 মিলিসেকেন্ড ডিলে দিতে সক্ষম। ফলে এর সাহায্যে অত্যন্ত ফাস্ট কাজ করা যায়।

OnePlus Pad 2 এর সঙ্গে কোম্পানি OnePlus Smart Keyboard ও লঞ্চ করেছে এবং এর দাম রাখা হয়েছে 8,499 টাকা। এই কীবোর্ড সহজেই ট্যাবলেটের সঙ্গে পেয়ার হয়ে যায়। এতে দেওয়া ম্যাগনেটিক হোল্ডারের মাধ্যমে ট্যাবলেটটি 110° থেকে 165° পর্যন্ত অ্যাঙ্গেলে সেট করা যায়। এটি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায় এবং টাচপ্যাডের 205mAh ব্যাটারি এটিকে পাওয়ার ব্যাকআপ দেয়। কীবোর্ডের 8640mm touchpad এর ব্যাবহার সহজ করে তোলে।


You might also like!