Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

1 year ago

অতি সস্তায় টাইটেনিয়াম বডি সহ বাজারে আসছে Itel Earbuds

Itel Earbuds
Itel Earbuds

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েক বছরে ইয়ারবাডের চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে, তা আর বলার অপেক্ষা থাকে না। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলি একের পর এক নতুন নতুন ইয়ারবাড বাজারে আনছে। তার তাতে থাকছে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন। কেউ আবার ডিজাইন থেকে শুরু করে লুকের দিকে বিশেষ নজর দিচ্ছে। তবে এবার নতুন একটি ইয়ারবাড বাজারে এল।বাজেটের মধ্যে ফোন, টিভি আনার পর itel এবার অডিও প্রোডাক্ট নিয়ে হাজির হচ্ছে। সংস্থাটি শীঘ্রই এদেশে নতুন ওপেন ইয়ার বাডস লঞ্চ করবে বলে টাইমস অফ ইন্ডিয়ার টেক-গ্যাজেট শাখা দাবি করেছে।

 জানা গেছে যে, itel এর অডিও প্রোডাক্টে টাইটেনিয়াম বডি ও এর্গোনোমিক্যাল ডিজাইন দেখা যাবে। আর এর ওজনও হালকা হবে। সূত্রের খবর এই ওপেন ইয়ার বাডস এর মূল্য রাখা হবে ২,০০০ টাকার কম।

জানিয়ে রাখি, itel এই মাসের শুরুতেই A05s ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এর আগে ডিভাইসটি ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ অক্টোবরে এই দেশে এসেছিল। এই ফোনে আছে অক্টা কোর ইউনিসক প্রসেসর।

আবার itel A05s হ্যান্ডসেটে পাওয়া যাবে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। আর এতে এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি ক্রিস্টাল ব্লু, গ্লোরিয়াস অরেঞ্জ, মিডো গ্রিন ও নেবুলা ব্ল্যাক কালারে এসেছে। এর নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,০৯৯ টাকা।


You might also like!