Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

2 years ago

Gmail: এই কাজগুলি না করলে ১ ডিসেম্বর থেকে বন্ধ হতে পারে আপনার Gmail অ্য়াকাউন্ট, জেনে নিন কী করণীয়?

Gmail
Gmail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন তাঁদের প্রত্যেকেরই রয়েছে Gmail। একাধিক কাজের জন্য Gmail এখন প্রায় সকলেই ব্যবহার করেন। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাঁদের Gmail অ্য়াকাউন্ট থাকলেও সেভাবে ব্যবহার করা হয়না। তাদের জন্য বড়সড় বিপদ। কারণ ১ ডিসেম্বর থেকে লাখ লাখ অ্য়াকাউন্ট বন্ধ করে দেবে Gmail।

Google এর তরফে জানানো হয়েছে, যে সব অ্য়াকাউন্ট বিগত ২ বছর ধরে ব্যবহার করা হয়নি সেই সব অ্য়াকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তবে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে অন্তত একবার করে Gmail ব্যবহার করলে অ্য়াকাউন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।

Gmail বন্ধ হওয়া থেকে বাঁচতে কী কী করণীয়?

৩০ নভেম্বরের মধ্যে অন্তত একবার Gmail অ্য়াকাউন্ট ওপেন করুন।

কিছু আনরিড মেইল থাকলে সেগুলি পড়ুন।

গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন।

Youtube এর ভিডিও দেখুন এবং শেয়ার করুন।

প্লে স্টোর থেকে অ্যপ ডাউনলোড কতে পারেন

এই কাজগুলি করলে Gmail অ্য়াকাউন্ট বন্ধ হবে না।


You might also like!