দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বজুড়ে Garena Free Fire-এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর গেমারদের উৎসাহ দেওয়ার জন্য সদাব্যস্ত গেম প্রস্তুতকারী সংস্থাটি। তাই তারা প্রতিদিন গেমারদের সুবিধার্থে রিলিজ করে ১২ ডিজিটের ফ্রি রিডিম কোড, যা ব্যবহার করে গেমাররা ডায়মন্ড, উইপন, ক্যারেক্টারের মতো মূল্যবান ইনগেম আইটেম বিনামূল্যে অর্জন করার সুযোগ পান। তবে সেক্ষেত্রে ফ্রি ফায়ার গেমারদের মনে রাখতে হবে, এই কোডগুলি ১২ থেকে ১৮ ঘণ্টার জন্য বৈধ এবং একবারইমাত্র ব্যবহারযোগ্য। তাই সময় শেষ হওয়ার আগে দেখে নিন আজকের Garena Free Fire ও Free Fire Max রিডিম কোডগুলি।
• আজ অর্থাৎ এপ্রিলের গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড জিততে অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যান।
• এরপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
• তারপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। • এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
• কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। রিওয়ার্ড আসতে ২০ ঘণ্টাও সময় লাগতে পারে। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।