Technology

4 months ago

Google Photos Lock :গুগল ফটোজে যেভাবে লুকিয়ে রাখবেন ব্যক্তিগত ছবি, শিখে নিন সহজ ট্রিকস

Google Photos Lock
Google Photos Lock

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃব্যক্তিগত ছবি সুরক্ষিত রাখতে এক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে Google Photos। নতুন Locked Folder ফিচার ব্যবহার করে স্মার্টফোনে নিজের পছন্দের যে কোন ছবি অন্য যে কোনও ব্যক্তির থেকে সুরক্ষিত রাখতে পারবেন। সুরক্ষিত এই ফোল্ডারের ভিতরে রাখা যে কোন ছবি অথবা ভিডিও দেখতে একটি পাস-কোড দিতে হবে। চাইলে নিজের ফোনের যে কোন ছবি লকড ফোল্ডারে পাঠিয়ে দেওয়া যাবে। এবং পাস-কোড ছাড়া এই ছবি আর কেউ দেখতে পাবেন না।

কী ভাবে ব্যক্তিগত ফটোস এবং ভিডিয়ো লক করে রাখবেন?

প্রথমে গুগল ফটোসে গিয়ে লাইব্রেরি অপশনে ক্লিক করে লক অপশনে ক্লিক করুন। এবার লক ফোল্ডার সেট করে নিন। প্রথমে ফোল্ডার খালি দেখাবে। তবে আপনার ফোন আনলক থাকলে কোনও ভাবে লক ফোল্ডার সেটআপ করা যাবে না। কারণ স্ক্রিন লক এবং গুগল ফটোসের লকে একই প্যাটার্ন বা পিন রাখতে হবে। এবার পিন সেট হয়ে গেলে ছবি এবং ভিডিয়ো সহজেই গোপন করে রাখতে পারবেন।

You might also like!