Technology

1 year ago

50MP ক্যামেরা সহ বাজারে এল Honor Play 8T,চলুন জেনে নেওয়া যাক স্পেসিফকেশ্ন, দাম এবং ফিচার সম্পর্কে

Honor Play 8T
Honor Play 8T

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত মার্চে Honor Play 7T সিরিজ এবং সেপ্টেম্বরে Honor Play 8 লঞ্চের পর ফোনগুলির উত্তরসূরি হিসেবে অনর বছরের শেষ ত্রৈমাসিকের মধ্যে Honor Play 8T সিরিজ বাজারে আনতে চলেছে বলে খবর পাওয়া গিয়েছে। অফিশিয়াল লঞ্চের আগে এখন Honor Play 8T  মডেলটি চীনের টেনা (TENAA) ডেটাবেসে উপস্থিত হয়ে বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ফোনটির সম্পর্কে কী কী তথ্য উঠে এল, চলুন দেখে নেওয়া যাক।

Honor Play 8T এর দাম

Honor Play 8T ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।

ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1099 ইউয়ান অর্থাৎ প্রায় 12,500 টাকা।

ফোনটির 12GB RAM + 256GB মেমরি সহ বড় মডেল 1299 ইউয়ান অর্থাৎ প্রায় 15,000 টাকা দামে পেশ করা হয়েছে।

এই ফোনটি চীনে ব্ল্যাক, সিলভার এবং গ্রীন কালারে সেল করা হবে।

চীনে আগামী 23 অক্টোবর থেকে এই ফোনটির সেল শুরু হবে। তবে আজ থেকেই এই ফোনের প্রিঅর্ডার শুরু হয়ে গেছে।

Honor Play 8T এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Honor Play 8T ফোনে কোম্পানি 6.8 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে যোগ করেছে। এতে 850 নিটস পীক ব্রাইটনেস রয়েছে।

প্রসেসর: এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটিতে 8GB virtual RAM রয়েছে। এর সাহায্যে ফোনে মোট 20GB পর্যন্ত RAM উপভোগ করা যাবে।

ব্যাটারি: এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 35 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 123 ঘন্টা মিউজিক প্লেব্যাক, 10 ঘন্টা গেমিং এবং 55 ঘন্টা টকটাইম পাওয়া যাবে।

ক্যামেরা: Honor Play 8T ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

অন্যান্য: Honor Play 8T ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার, ডুয়েল সিম, ওয়াইফাই, ব্লুটুথ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.2 তে কাজ করে।


You might also like!