Technology

1 year ago

Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) স্মার্টফোন, ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন

Vivo Y78 (t1) and Vivo Y78m (t1)
Vivo Y78 (t1) and Vivo Y78m (t1)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভিভো নিঃশব্দে চীনে দুটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। আনুষ্ঠানিকভাবে এগুলি Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) নামে আত্মপ্রকাশ করেছে। প্রসঙ্গত, Vivo t1 সংস্করণের ফোনগুলি মূলত মূল মডেলগুলির মতোই হয়, কিন্তু এগুলিতে ভিন্ন চিপসেট থাকে। আর এই ডিভাইসগুলিতে ব্যবহৃত চিপ মূল মডেলের থেকে নিম্নমানের হয় এবং লেটেস্ট Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) প্রোডাক্টগুলির ক্ষেত্রেও তাই হয়েছে। স্ট্যান্ডার্ড Vivo Y78 এবং Vivo Y78m মূলত চীনে যথাক্রমে মে ও আগস্ট মাসে লঞ্চ হয়েছিল। এই দুটি হ্যান্ডসেট একই রকমের এবং একই দামে ভিন্ন কালারে পাওয়া যাবে। আসুন এই নয়া ফোনগুলির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) এর দাম

প্রথমেই জানাই, আগস্ট মাসে লঞ্চ হওয়া ভিভো ওয়াই৭৮এম একমাত্র ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে বিক্রি হয়। অন্যদিকে, ওয়াই৭৮ মডেলটি ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণে এসেছে। আর এখন ভিভো এই ফোনগুলির টি১ সংস্করণ আত্মপ্রকাশ করেছে। নতুন ভিভো ওয়াই৭৮এম (টি১) এবং ভিভো ওয়াই৭৮ (টি১) মডেলগুলির রঙ ছাড়া আর সমস্ত বৈশিষ্ট্যই এক। এগুলি একমাত্র ১২ জিবি + ২৫৬ জিবি মেমরি কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যার দাম রাখা হয়েছে প্রায় ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৮০০ টাকা)।

Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) ফোনে 6.64 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 2388 × 1080 পিক্সেল রেজলিউশন, 60 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1500: 1 কন্ট্রাস্ট রেশিও এবং 100 শতাংশ ডিসিআই পি3 কালার গামুট সাপোর্ট করে।

প্রসেসর: উভয় ফোনে কোম্পানি মালী-G57 GPU সহ মিডিয়াটেক Dimensity 6020 প্রসেসর যোগ করেছে।

স্টোরেজ: ফোনদুটিতে 12GB LPDDR4X RAM এবং 8GB 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: উভয় ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: ফোনদুটিতে 5000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

অন্যান্য: উভয় ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 এমএম অডিও জ্যাক, ডুয়েল সিম, 5জি, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএসের মতো প্রয়োজনীয় অপশন দেওয়া হয়েছে।

ওএস: Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) ফোনদুটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3 তে কাজ করে।

You might also like!