দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অচেনা কোনও জায়গায় ঘুরতে গেলে একমাত্র ভরসা গুগল ম্যাপ। কিন্তু এক্ষেত্রে সমস্যাও রয়েছে। কারণ গুগল ম্যাপ দেখতে গিয়ে আবার ফোনের চার্জ শেষ হয়ে গেলে অচেনা জায়গায় আরও মুশকিলে পড়তে হয়। তাই আজ রইল গুগল ম্যাপের একটি বিশেষ ফিচারের হদিশ। যেটির সাহায্যে ফোন লক থাকলেও অনায়াসেই ম্যাপ দেখে গন্তব্যে পৌঁছতে পারবেন।
নয়া এই ফিচারের নাম রাখা হয়েছে 'গ্লান্সেবল ডিরেকশন'। যেটি আপনাকে রিয়েল টাইম আপডেট দেবে। অর্থাৎ স্ক্রিন লক থাকলেও রাস্তা সংক্রান্ত সব তথ্যই দেখতে পাবেন। আর বাঁচবে ফোনের চার্জও।
কী ভাবে ব্যবহার করবেন ফিচার?
রাস্তা খোঁজার আগে গুগল ম্যাপের ডান দিকে প্রোফাইল ফটোতে ক্লিক করলেই দেখতে পাবেন সেটিংস। সেখানে নেভিগেশন সেটিংসে গিয়ে গ্লান্সেবল ডিরেকশনটি চালু করলেই কেল্লাফতে।