Life Style News

4 hours ago

Efficacy of Tulsi leaves: রূপচর্চায় তুলসী পাতার গুণাগুণ অধিক! কীভাবে ব্যবহার করবেন? জানুন বিস্তারিত

Tulsi leaves
Tulsi leaves

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আমাদের মধ্যে অনেকেই কমবেশি ত্বকের সমস্যায় ভুক্তভোগী। নানান কারণে অনেকেরই মুখে ব্রণ, কালো দাগ সহ মেছেতার প্রবণতা দেখা যায়। আর এই সমস্যা দেখা দিলে মুখের সৌন্দর্য হ্রাস পায়। তাই বহু মানুষই নানান রূপচর্চার মাধ্যমে মুখমন্ডলীর সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করে। 

অত্যাধুনিক যুগে অনেকেই পার্লারে নিত্য যাতায়াত করেন, প্রায়ই নানান প্রকারের ফেসিয়াল করান। নানান ধরনের বাজারজাত কসমেটিকস্ ব্যবহার করেন। তবে এতকিছুর পরও আশানুরূপ ফলাফল পাওয়া যায়না। 

ত্বকের সমস্যা দূর করতে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের ভূমিকা অনস্বীকার্য। বিশেষজ্ঞদের মতে, তুলসী পাতা ত্বকের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই তুলসী পাতার গুনে মুখে ব্রণ-র সমস্যা দূর হয়। তুলসী পাতা প্রত্যহ ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। 

কীভাবে ব্যবহার করবেন? জানুন,

১) তুলসী পাতা ধুয়ে বেটে নিতে হবে। তারপর চন্দন, গোলাপজল, লেবুর রস ভালোভাবে মেশাতে হবে;

২)  প্রত্যহ রাতে এই মিশ্রণটি মুখে লাগালে ব্রণ -র সমস্যা কমতে থাকে;

৩) নিয়মিত তুলসী পাতার এই মিশ্রণ ব্যবহারে মুখের চামড়া টানটান থাকে। ধীরে ধীরে দাগছোপের মাত্রা কমতে থাকে;

৪) তুলসী পাতার মিশ্রণ মুখের চকচকে ভাব বজায় রাখতে সাহায্য করে।

You might also like!