দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জিন্স পরতে ভালোবাসেন না, নতুন প্রজন্মে এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়াই মুশকিল! আপনিও চাইলে এমন জিন্স আপনার কালেকশনে রাখতে পারেন। তবে সেই জিন্সের যে সঠিক উপায়ে যত্ন নিতেও হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। কী ভাবে জিন্সের যত্ন নিলে সেটা বছরের পর বছর ঠিক থাকবে, তা জেনে নিন আপনিও। এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হল।
জিন্সের যত্ন নিন
অনেকের মনেই এই প্রশ্ন থাকে যে, জিন্স কতদিন অন্তর কাচা উচিত? কিংবা ফ্য়াব্রিক ভালো রাখতে এটি হ্যাঙারে ঝুলিয়ে রাখা ভালো নাকি ড্রয়ারে ভাঁজ করে? এসব প্রশ্নের উত্তর জানিয়েই আজ এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হল। আপনিও যদি জিন্স প্রেমী হন, তাহলে এসব তথ্য সঙ্গে রাখতে ভুলবেন না।
কত দিন অন্তর কাচবেন?
জিন্স খুবই মোটা ফ্যাব্রিক, তাই এটি বারবার ধোয়ার কোনও প্রয়োজন পড়ে না বলে জানান বিশেষজ্ঞরা। এমনকী একটি জিন্স আপনি টানা দশ দিনও পরতে পারেন, আর তাতে যে সেটির বিশেষ কোনও ক্ষতি হবে না, সে কথা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়।
তবে এতগুলো দিন টানা একটি প্যান্টে আপনি কম্ফোর্টেবল বোধ না করলে ৫-৭ দিন পরার পরে একবার ধুয়ে নিন। তাতেই রং থাকবে তাজা!
রঙ ফেড হয়ে গেলে কি এমন ক্ষতি!
অনেকেই মনে করেন, জিন্সের রং যত ফেড হয়, ততই নাকি তার সৌন্দর্য বাড়ে! আপনিও কি এর সঙ্গে সহমত? তাহলে তো আপনার পছন্দের ডেনিমের ফ্যাব্রিকের রং নিয়ে চিন্তা করার কোনও কারণই নেই। আপনার পছন্দের জিন্সটি যতই পুরনো হবে, ততই নতুন হয়ে উঠবে আপনার চোখে।
হ্যাঙারে রাখতেই পারেন, তবে…
জিন্স ভালো রাখার জন্যে ঠিকঠাক কাচার পাশাপাশি আলমারিতেও যত্ন করে রাখা জরুরি। সেক্ষেত্রে আপনি এই পছন্দের প্যান্টকে হ্যাঙারে ঝুলিয়ে রাখতেই পারেন, তাতে জিন্সের তেমন কোনও ক্ষতি হবে না। শুধু কয়েকটি নিয়ম মানতে হবে, যেমন ধরুন-
হ্যাঙারগুলি নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
ত্রিকোণাকৃতি হ্যাঙার ব্যবহার করতে হবে।
পরিষ্কার ক্লোদিং ক্লিপ ব্যবহার করতে হবে।
এই নিয়মগুলিও মেনে চলুন
আপনি চাইলে জিন্স ভাঁজ করেও আলমারিতে রাখতে পারেন। সেক্ষেত্রে জিন্স কাচার পরে একটি সুতির কাপড়ে মুড়িয়ে নিন। তারপরে একটির পরে একটি ভাঁজ করে তুলে রাখুন।
জিন্স রোল করেও আলমারির তাকে গুছিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে জিন্সগুলি রোল করে একটি বাক্সে রাখুন। তারপরে তা আলমারির তাকে তুলে দিন।
কোনও অপরিষ্কার জিন্সের সঙ্গে ধোয়া-কাচা প্যান্ট রাখবেন না। অপরিষ্কার ও কাচা জিন্স একদম আলাদা আলাদা রাখুন।