দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর পাঁচদিনে মন ভরে সাজগোজের পাশাপাশি মেকআপের সঙ্গে চুলেও হয়েছে নানারকম এক্সপেরিমেন্ট। কখনও স্ট্রেট লুক, কখনও আবার শাড়ির সাজে মানিয়েছে কার্ল। টানা কয়েকদিন ধরে স্টাইলিং মেশিনে সাজতে গিয়ে চুলের ক্ষতি যে অবধারিত, তাতে আর সন্দেহ কী!
চিরুনি চালালেই চুল উঠছে মুঠো মুঠো। সেই সঙ্গে মাথার ত্বক অত্যধিক তৈলাক্ত হয়ে গিয়েছে। চুল নিজস্ব জেল্লাও হারিয়েছে। চুলের জন্য চাই বাড়তি যত্ন। শ্যাম্পু, স্পা-এর পাশাপাশি চুলে চাই সঠিক পুষ্টি। পার্লারে গিয়ে চুলোর যত্ন নেওয়ার চেয়ে বাড়িতেই ঘরোয়া টোটকায় মুশকিল আসান করতে পারেন। হেঁশেলে দারচিনি আছে? তা হলে সমস্যা নেই। দারচিনির গুণেই চুল হবে ঝলমলে। কী ভাবে ব্যবহার করবেন?
২ টেবিল চামচ তিসির বীজ জলে ভিজিয়ে রাখুন। জেলের মতো পদার্থ তৈরি হলে তাতে মেশান ২ টেবিল চামচ কাঠবাদামের তেল এবং ২ টেবিল চামচ দারুচিনির পাউডার এক সঙ্গে মিশিয়ে মাথায় মাখুন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন।
চুলের জন্য এই দুটি উপকরণই ভালো। ২ টেবিল চামচ মেথির দানার সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে তাতে দিন নারকেল তেল। ভাল ভাবে মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে মেখে নিন। তার পরে ধুয়ে ফেলুন।
সমপরিমাণে রোজমেরির তেল এবং দারচিনির গুঁড়ো একসঙ্গে মশিয়ে মাথার ত্বকে এবং চুলে ভাল ভাবে মাসাজ করুন। কিছু ক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।