দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যাঙ্ক কর্মচারীদের বেতন বৃদ্ধির খবর আগেই জানা গিয়েছিল । এবার জানা গেল, রবিবারের পাশাপাশি শনিবারও ছুটি থাকবে ব্যাঙ্ক কর্মীদের । সম্প্রতি, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির মধ্যে একটি চুক্তি হয় । সেখানে, বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছিল । জানা গিয়েছে, সেখানেই বলা হয়েছে, ব্যাঙ্কে দু'দিন করে ছুটির আর্জি মঞ্জুর করা হবে ।
বর্তমানে ব্যাঙ্কে প্রত্যেক রবিবার ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে । কিন্তু, ব্যাঙ্ক কর্মীদের তরফে সপ্তাহে দু'দিন ছুটির দাবি করা হয়েছে । আইবিএ-এর তরফে বলা হয়েছে, সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশের পরই কাজের নতুন সময় কার্যকর করা হবে । উল্লেখ্য, বার্ষিক ১৭ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে ব্যাঙ্ক কর্মীদের ।
আর কী কী বলা হয়েছে চুক্তিতে ?
মহিলা কর্মীরা কোনও মেডিকেল সার্টিফিকেট ছাড়াই মাসে একদিন সিক লিভ পাবেন ।
অবসর গ্রহণের ২৫৫ দিন পর্যন্ত বা চাকরির সময় কোনও কর্মীর মৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে পিএল এনক্যাশমেন্ট হয়ে যাবে
অবসরপ্রাপ্ত কর্মীরা SBI সহ পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির দ্বারা প্রদত্ত পেনশন বা পারিবারিক পেনশনের পরিপূরক হিসাবে একটি মাসিক এক্স-গ্রেশিয়া পাবেন