দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের যত্নে হেঁসেলের বেশ কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আজ রইল রান্নায় স্বাদ নিয়ে আসে এমন একটি উপদান মৌরির গুণাগুণের কথা। যা শুধু রান্নায় নয়, ত্বকের যত্নেও সমান উপকারী।
১. রোজ সকালে খালি পেটে মৌরি ভেজানো জল খেতে পারেন নিয়ম করে। এই জল যে কোনও রোগভোগ এমনকি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে।
২. মৌরির চা দাগ ছোপহীন ত্বকের অন্যতম চাবিকাঠি। এই চায়ে থাকে অ্যান্টি অক্সিডেন্ট।
৩.চালের সঙ্গে মৌরি সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে চাল আর মৌরির মধ্যে শসা দিয়ে পেস্ট বানিয়ে ছেঁকে নিন। এবার ওই নির্যাসে গ্লিসারিন, অ্যালোভেরা জেল আর দুটো ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিলেই সিরাম তৈরি হয়ে যাবে। যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
৪.ফুটন্ত জলে মৌরিগুলো দিয়ে দিন। জল হলুদ হয়ে এলে ঠাণ্ডা করে তা তুলোয় করে মুখে মাখুন। ত্বক ফ্রেশ থাকে।
৫. চোখের অ্যালার্জি কমাতেও মৌরির জুড়ি মেলা ভার। ঠাণ্ডা জলে মৌরি ভিজিয়ে গুঁড়ো করে নিন। এবার এই গুঁড়ো কাপড়ে রেখে হালকা জল দিন। এবার চোখ বন্ধ করে ওই কাপড় ভাল চোখের চারপাশে লাগালেই কমে যাবে অ্যালার্জি।