Life Style News

2 hours ago

Durga Puja Lifestyle: পুজোয় ভালোলাগার মানুষকে প্রোপোজ করার পরিকল্পনা? এই ৫টি ভুল একেবারেই করবেন না!

Propose during Durga Puja
Propose during Durga Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রোজ যাতায়াতের পথে কিংবা ব্যস্ত অফিসের ফাঁকেও চোখ পড়ে তাঁর দিকে? মনেই হয়, যদি তাঁকে একটু নিজের করে পাওয়া যেত, একটু একান্তে সময় কাটানো যেত! ভাবছেন এবার পুজোতেই মনের কথা জানাবেন? প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন, কিন্তু সাহস করে উঠতে পারছেন না? তবে প্রস্তাব দেওয়ার আগে এই ৫টি ভুল যেন একদম না হয়—সেটা অবশ্যই মাথায় রাখুন।

* আপনি প্রেমপ্রস্তাব দিলেন মানেই বিপরীত ব্যক্তি রাজি হবেন, তা কিন্তু সবসময় নয়। তাই না বললে, তাঁর সিদ্ধান্তে সম্মান করতে শিখুন। জোর করে তাঁকে বিরক্ত করবেন না। কারণ, সম্পর্ক মন সায় না দিলে তৈরি হতে পারে না।

* আপনার মনের মানুষ প্রেম প্রস্তাবে রাজি হলেন মানে জীবনটা পুরোপুরি বদলে গেল তা নয়। কিংবা আপনার জীবনের সব সমস্যার তিনি সমাধান করতে পারবেন, তা হতে পারে না। আপনার সমস্যা সমাধান করতে হবে আপনাকেই। শুধু জানবেন, খুব কাছের কেউ আপনার ভালো কিংবা দুঃসময় পাশে রয়েছেন।

* আপনার প্রেম প্রস্তাবে কেউ সাড়া দেওয়া মানেই নিজের সম্পত্তি হয়ে যাওয়া নয়। তাই জোর করে তাঁর উপর কিছু চাপিয়ে দেবেন না। অযথা তাঁকে নিয়ন্ত্রণ করবেন না। তাতে তিক্ততা তৈরি হবে। সম্পর্ক নষ্ট হবে।

* ভালোলাগা আর ভালোবাসা কিন্তু এক নয়। তাই প্রস্তাবে রাজি হওয়ার পর যদি মনে করেন, তাঁর সঙ্গে আপনার মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তাহলে সরে আসুন। একাকিত্বের আতঙ্কে জোর করে সম্পর্ক টেনে নিয়ে যাবেন না। তিক্ততা না বাড়িয়ে নিজেদের মধ্যে কথা বলে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।

* প্রতিক্ষেত্রেই সমঝোতা প্রয়োজন। প্রতিটি সম্পর্কের ভিতও বোঝাপড়া। তাই সম্পর্কের শুরুতেই স্পষ্ট করে নিন একথা দু’জনে। জোর করে কারও জন্য নিজেকে বদলাতে যাবেন না। তবে বোঝাপড়ায় যেন কোনও খামতি না হয়, সেদিকে খেয়াল রাখুন।

কারও সঙ্গে নতুন সম্পর্ক গড়ার আগে সাবধান থাকুন। মনে রাখবেন, একটা সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে, কিন্তু ভেঙে যেতে পারে মুহূর্তেই। তাই যে সিদ্ধান্তই নিন, তা যেন ভালোভাবে চিন্তাভাবনা করে গৃহীত হয়।

You might also like!