Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Life Style News

4 months ago

Natural home fragrance tips:কেমিক্যাল নয়, ঘরকে সুগন্ধী রাখুন একেবারে ঘরোয়া উপায়ে

homemade air freshener
homemade air freshener

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :বর্ষা এলেই ঘরের প্রতিটি কোণার যত্ন বাড়িয়ে দিতে হয়। যতই ঝকঝকে পরিষ্কার করুন না কেন, স্যাঁতস্যাঁতে আবহাওয়া ঘরে এক ধরনের ভ্যাপসা গন্ধ তৈরি করে। এই বিরক্তিকর গন্ধ দূর করতে বাজারের কৃত্রিম রুম ফ্রেশনার নয়, বরং ঘরোয়া উপায়ে তৈরি করুন প্রাকৃতিক সুগন্ধি। এতে যেমন ক্ষতিকর কেমিক্যালের ঝুঁকি থাকবে না, তেমনই আপনার ঘর ভরে উঠবে মনপসন্দ সুবাসে।

বাড়ির পুজোয় ব্যবহৃত কর্পূর দিয়ে বানাতে পারবেন এই সুগন্ধি। পরিষ্কার সুতির কাপরে কর্পূর রেখে তা আপনার আলমারির মধ্যে রেখে দিন। পোকামাকড় হওয়া থেকে শুরু করা জামাকাপড়ে ভ্যাপসা গন্ধ, এসবকিছু থেকেই মুক্তি পাবেন।

ঘর মোছার সময় কর্পূরের টুকরো গুঁড়ো করে নিয়ে ঘর মোছার জলে দিয়ে তা দিয়ে বাড়ি পরিষ্কার করলেই সুবাসিত হবে আপনার গেরস্থালি

আপনার স্নানঘরে ভ্যাপসা গন্দ বা দুর্গন্ধ থেকে রেহাই পেতেও ব্যবহার করতে পারেন কর্পূরকোনও রাসায়নিক উপাদান ব্যবহার না করে আপনার স্নানঘরের কোনায় একটি বাটিতে কর্পূর রেখে দিনএতে আপনার স্নানঘরে দুর্গন্ধ দূর হবে

বসার বা শোবার ঘরেও একইভাবে বিভিন্ন ফুলের পাপড়ির সঙ্গে কয়েকটি কর্পূরের টুকরো রেখে দিলে সুবাসিত হবে আপনার ঘর।

You might also like!