
শ্রীনগর, ১০ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। ভূস্বর্গের সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শ্রীনগর, শোপিয়ান, পুলওয়ামা - সর্বত্রই হিমাঙ্কের নীচে তাপমাত্রা। ঠান্ডা এতটাই বেশি যে জমে বরফ হয়ে গিয়েছে ডাল লেক। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৭ ডিগ্রি সেলসিয়াস, শোপিয়ানে মাইনাস ৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং পুলওয়ামাতে মাইনাস ৮.০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বাড়বে শীতের দাপট। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের নানা স্থানে তুষারপাত হয়েছে। তুষারপাতের পর শীতের দাপট আরও বেড়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাম, গুলমার্গে এখন জমজমাট ঠান্ডা।
