দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- টাকা!টাকা!টাকা! আজকালকার যুগে সব কিছুতেই যেন টাকার প্রয়োজন। এখন বাজারে ১০০, ২০০, ১০০০ টাকার গোলাপি, সবুজ নানা রঙের নোট দেখা যায়। তবে অনেকেই ভাবেন যে, টাকা হয়তো কাগজ দিয়ে তৈরি। কিন্তু আদতে তা নয়!
টাকা আসলে তুলো, নিলেন দিয়ে তৈরি হয়। Reserve Bank of India Act, 1934-এর নিয়ম অনুযায়ী কেবলমাত্র Reserve Bank of India-ই ব্যাঙ্ক নোট ছাপাতে পারে। যদি কেউ এমন কাজ করে, তবে তাঁকে আইনানুযায়ী শাস্তির মুখে পড়তে হয়। এই নোট ছাপাতে ঠিক কতটা পরিমাণে তুলো, নিলেন ও অন্য জিনিসের প্রয়োজন হয় ও সেই অণুপাত কত, তা গোপন রাখে RBI।