Breaking News
 
Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক Abhishek Banerjee:চাপড়ার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ! অভিষেকের বড় দাবি— ‘বাংলা বিরোধী বিজেপিকে হারিয়ে মোদীকে দিয়েও বলিয়ে ছাড়ব জয় বাংলা’ Iran protests: ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা, আত্মীয়কে জড়িয়ে কান্না

 

Life Style News

1 year ago

Vastu Shastra: বাড়িতে পায়রার আগমন শুভ না অশুভ ইঙ্গিত? জেনে নিন বাস্তুবিদদের পরামর্শ!

Pigeon
Pigeon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রায়শই বাড়ির ছাদে বা বারান্দায় পায়রার আনাগোনা লেগেই থাকে। কখনো কখনো দেখা যায়, বাড়ির আনাচে কানাচে বাসা বানাছে পায়রা। বাস্তু মতে, পায়রাকে শুভ এবং অশুভ দুই-য়েরই বার্তাবহ হিসেবে মনে করা হয়।

জ্যোতিষ শাস্ত্রে পায়রাকে বুধ গ্রহের সঙ্গে সম্বন্ধ যুক্ত বলে মানা হয়। পায়রা এমন একটি পাখি, যার মধ্যে বুধ গ্রহের শুভ ও অশুভ দুই গুণই বর্তমান। যদি দেখেন আপনার বাড়িতে জোড়া  পায়রার আগমন ঘটেছে। তবে ভুলেও তাড়াবেন না। শাস্ত্র মতে, প্রেম ও শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় জোড়া পায়রাকে। বিশেষ করে সাদা পায়রাকে খুব শুভ বা শান্তির প্রতীক বলে মনে করা হয়।      

বাস্তু শাস্ত্র মতে, পায়রা এমন একটি পাখি, যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে। বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।মা লক্ষ্মীর কৃপা পেতে বা বাড়িতে সুখ সম্পদ বৃদ্ধি করতে পায়রার গুরুত্ব অপরিসীম।

তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পায়রার সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার নয় বরং খাবার ও জল-সহ তার বিশেষ যত্ন নিলে বাড়ি মঙ্গলময় হয়ে উঠবে ।

 তবে, যেখানে পায়রার বাসা, সেই স্থানটিকে প্রতি নিয়ত পরিষ্কার করা প্রয়োজন। পায়রার বাসা অতিরিক্ত নোংরা থাকা অশুভ লক্ষণ। অনেক সময় এমনও দেখা যায় যে, না চাওয়া সত্ত্বেও পায়রা বাড়িতে জোর করে ঢুকে বাসা বাঁধছে। বাস্তু শাস্ত্রে এটিকে অশুভ লক্ষণ বলে মানা হয়। এর ফলে বাড়ির বাসিন্দারা অবসাদগ্রস্থ  হয়ে পড়েন এবং ধীরে ধীরে সুখ সম্পদ বৃদ্ধিতে বাধা আসে।             

You might also like!