Life Style News

1 year ago

Winter Flowers: এই গাছগুলি নভেম্বরে বসালে , শীতে গাছ উপচে পড়বে রকমারি ফুলে

Winter Flowers
Winter Flowers

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এইসময় অল্প যত্নেই গাছ ভরা ফুল হয়। নভেম্বরের শেষেই যদি বসিয়ে রাখেন চারা। তাহলে সারা শীত গাছ ভরে ফুল হবে। কী কী ফুল গাছ লাগাতে পারেন এই শীতে?

গাঁদা : শীতকালে গাঁদা গাছ খুব অল্প যত্নেই বাড়ে, এবং গাছ ভরে ফুল দেয়। রক্ত গাঁদা, হলুদ গাঁদা রকমারি গাঁদা গাছ বসিয়ে ফেলুন টবে।

ডালিয়া : শীতের আরও একটি উল্লেখযোগ্য ফুল হল ডালিয়া। এই ফুল বিভিন্ন রঙের হয়, আর এই ফুল সাইজেও বেশ বড় হয়। একটা ফুল অনেকদিন থাকে।

পিটুনিয়া : শীতকালের অতিপরিচিত একটি ফুল হল পিটুনিয়া। রঙবেরঙের এই ফুল লাল, সাদা, গোলাপি ,বেগুনি নানা রঙের হয়।

কসমস : একে মেক্সিকান এস্টার বলা হয়। এটিও নানা রঙের হয়।

জিনিয়া: বোতামের মতো দেখতে এই গন্ধহীন ফুলও শীতকালে গাছ উপচে হয়।

You might also like!