দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রায়ই চুল পড়ার সমস্যায় পড়তে হয় মানুষকে। চুল দুর্বল হওয়ার কারণে দ্রুত চুল পড়া শুরু হয়। চুল পড়া রোধ করতে আপনি বাড়িতে কালো জিরে স্প্রে তৈরি করে ব্যবহার করতে পারেন। এই স্প্রে ব্যবহারের ফলে চুল লম্বা, কালো, চকচকে ও মজবুত হয়। কালো জিরে বা নাইজেলা স্প্রে ব্যবহারেও চুল পড়া কমে। আসুন আপনাকে এর উপকারিতা সম্পর্কে বলি।
এভাবে নাইজেলা হেয়ার স্প্রে তৈরি করুন
নাইজেলা হেয়ার স্প্রে তৈরি করতে এক চামচ নাইজেলা, এক চামচ মেথি বীজ এবং ১ চামচ গোলাপ জল নিন। এছাড়াও স্প্রে তৈরি করতে আধ গ্লাস জল নিন।
চুলের জন্য নাইজেলা হেয়ার স্প্রে তৈরি করতে একটি প্যানে জল গরম করে রাখুন। জলে মেথি বীজ এবং নাইজেলা বীজ যোগ করুন এবং এটি সিদ্ধ করুন।
যতক্ষণ না রং পরিবর্তন হয় ততক্ষণ জল ফুটিয়ে নিন। জলের রং বদলাতে শুরু করলে গ্যাস বন্ধ করে জল ঠান্ডা করুন।
জল ঠাণ্ডা হয়ে গেলে স্প্রে বোতলে ভরে নিন। এতে গোলাপ জল মেশান। এই জল হেয়ার স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন।
এভাবে হেয়ার স্প্রে লাগান
রাতে ঘুমানোর আগে চুলে এই হেয়ার স্প্রে লাগাতে পারেন। আপনি যদি চান, শ্যাম্পু করার প্রায় ২ ঘন্টা আগে এটি আপনার চুলে লাগান। এভাবে চুলে পুষ্টি পাওয়া যায়। চুল মজবুত ও নরম করতে এই হেয়ার স্প্রে ব্যবহার করুন। এর সাহায্যে চুল পড়াও অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়।
কালোজিরে দিয়ে প্যাক বানাতে পারেন। এই প্যাক বানাতে প্রয়োজন কালো জিরে পেস্ট, ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ মধু। প্রথমে কালো জিরে পেস্ট করে নিন। এবার সেই পেস্টের সঙ্গে মেশান ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল। মেশান ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল। মেশান ১ টেবিল চামচ মধু। ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার সেই পেস্ট স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। এবার ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এবার মিলবে উপকার। সপ্তাহে ২ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এই প্যাক। চুল ঘন করতে এই প্যাক বেশ উপকারী।