Life Style News

1 month ago

Life Styel News: আলমারীতে আটকে থাকা কাপড়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কয়েকটি টিপস

Clothes Care Tips
Clothes Care Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সাধারণত আমরা সুন্দর জামাকাপড় পরার দিকে বেশি নজর দিয়ে থাকি। আমরা সবাই স্নান সেরে উঠে রীতিমতো ঘাবড়ে যাই যে কি জামা পড়বো? কারণ অনেক সময়ে আমাদের আলমারি থাকে অগোছালো আর কোঁচকানো-কুচকানো। তখন হাতের সামনে যা থাকে তা পরে নিতে হয় বাধ্য হয়ে।

তাই আলমারিতে তোলার সময়ে বেশ কয়েকটি উপায় মাথায় রাখতে হবে -

১) প্রত্যেকটি জামা-কাপড় আলমারিতে একসাথে না রেখে আলাদা-আলাদা তাকে রাখুন। যেমন শাড়ি একটি তাকে, চুড়িদার,শার্ট-জিন্স কিংবা অন্যান্য দৈনন্দিন জামা-কাপড় অন্য তাকে। প্রতিদিন না হলেও একদিন পরপর গুছিয়ে রাখতে হবে আর তারপর আলমারিতে ঢোকানোর আগে সেগুলোকে ইস্ত্রি করে নিন।

২) আলমারীতে জামা-কাপড় রাখার সময় ন্যাপথেলিন বল, তুলসী পাতা ইত্যাদি দিয়ে রাখে পোকা-মাকড় আসে না। আর এই জিনিসগুলো যদি বাড়িতে না থাকে তখন বাজার থেকে ল্যাভেন্ডার তেল কিনে কয়েক ফোঁটা সেখানে ছড়িয়ে দিলেই সে সমস্যার সমাধান হয়ে যায় সহজেই। 

৩) বেরোবার বেশ কিছুক্ষণ আগে জামা-কাপড় গুছানো আর বের করে রাখতে হবে কারণ তাড়াহুড়োর সময়ে সেগুলো যাতে ঘেটে না যায়, আলমারীর ভেতরকার সৌন্দর্যটাও ভালো থাকবে বেশ।


You might also like!