দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এখানে পানের পিক ফেলে, ওখানে খাবারের প্যাকেট ফেলে রাখতে স্টেশনে প্রায়ই দেখা যায়। তবে এই স্টেশনে গেলেই দেখা যায় সম্পূর্ণ অন্য চিত্র। গোটা রেল স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন, একেবারে ঝাঁ চকচকে মেঝে।
রেল সূত্রে খবর, প্রতিদিন ১১০ টি মেল /এক্সপ্রেস ট্রেন এবং ৬৪ টি লোকাল ট্রেন
(আপ ও ডাউন) চলাচল করে ভারতীয় রেলের আসানসোল স্টেশন দিয়ে। তাই যাত্রীদের স্বাস্থ্যের
দিকে নজর দিতে পরিচ্ছন্নতার উপর জোর দিতে চাইছে রেলওয়ে। ৭টি
প্ল্যাটফর্ম সহ ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, ভিআইপি এক্সিকিউটিভ লাউঞ্জ,
পেইড এক্সিকিউটিভ লাউঞ্জ প্রতীক্ষালয় আছে এই স্টেশনে। গোটা স্টেশন পরিষ্কার রাখতে
উন্নত যন্ত্রপাতির ওপর ভরসা রাখছে রেল। । স্ক্রাবার মেশিনের সাহায্যে প্ল্যাটফর্মগুলি
আরো ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হচ্ছে।
উচ্চ চাপের জেট ব্যবহার করে গভীর ভাবে পরিস্কার করা হচ্ছে স্টেশনের মেঝে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা হচ্ছে দেওয়াল এবং বুকিং কাউন্টারের গ্লাস। শুকনো এবং ভেজা আবর্জনা ফেলার জন্য স্টেশন জুড়ে রাখা রয়েছে ৪৫টি বর্জ্য ফেলার পাত্র। সেই পাত্রগুলি থেকে নিয়মিত সরিয়ে ফেলা হচ্ছে বর্জ্য।