Life Style News

1 week ago

Pudina Plant Care: গৃহস্থের মুশকিল আসান পুদিনা পাতা, শীতের মরশুমে নতুন চারার কীভাবে যত্ন নেবেন জেনে নিন!

Pudina Plant (Symbolic pic)
Pudina Plant (Symbolic pic)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গৃহস্থের ঘরে পুদিনা পাতা সবকিছুর মুশকিল আসান। এই পাতার গুণ অসীম। জীবনে চলার পথে এর কার্যকারিতা অনেকক্ষেত্রেই প্রযোজ্য। এটি প্রয়োজন মতো রান্না-বান্না, স্বাস্থ্যকর পানীয়তেও কাজে লাগানো যেতে পারে। এটি রূপচর্চা এবং ঔষধ তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে। তাই ঘরে যদি পুদিনা গাছ লাগাতে চান, তবে এই শীত আর বসন্তের মাঝামাঝি সময়ই হল আদর্শ।

কীভাবে পুদিনা গাছের যত্ন নেবেন?

শীতে যদি পুদিনা গাছের চারা কিনে থাকেন, তবে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।

১। রোদ: এমন জায়গায় গাছটি রাখুন, যাতে দিনে অন্তত ৪-৬ ঘণ্টা সূর্যের আলো পায়।

২। জল: নিয়মিত জল দিন। তবে মনে রাখবেন মাটি যেন জলে থকথকে না হয়ে যায়। টবের মাটি থাকবে আর্দ্র।

৩। মাটি: এমন ভাবে টবের মাটি সাজান যাতে জল ভাল ভাবে বেরিয়ে যেতে পারে। টবে জল যেন জমে না থাকে।

৪। ছাঁটাই: নিয়মিত গাছের ডগা ছাঁটুন। যাতে গাছ লম্বায় না বাড়ে। বরং আশপাশে ঘন ডালপালা তৈরি হয়।

৫। টব: যে পাত্রেই রাখুন, তাতে যেন অবশ্যই জল বেরনোর জায়গা থাকে।

৬। পাতা: মাঝে মাঝে পাতা তুলে ব্যবহার করুন। তাতে গাছ ভালই থাকবে।

You might also like!