Life Style News

7 months ago

April Fool: বোকা বানানোর দিন কেন পয়লা এপ্রিলই? এমনদিনে বন্ধুদের 'ফুল' বানাবেন কীভাবে?

April Fool
April Fool

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএপ্রিল মাসের প্রথম দিনটা বোকা বনে যাওয়া বা বোকা বানানোর দিন। এদিন বোকা বানিয়ে এপ্রিল ফুল বললেই ‘নো অফেন্স’। দেড়শ বছরেরও বেশি সময় ধরেই দিনটি পালিত হয়ে আসছে সারা বিশ্বে। নিছক মজার এই দিনে একটা জিনিস কেবল মাথায় রাখতে হবে, কাউকে বোকা বানাতে গিয়ে যেন কোনওভাবেই তাঁকে দুঃখ না দেওয়া হয়ে যায়।

এর সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস। সবচেয়ে প্রচলিত মতানুসারে, দিনটি প্রথম পালিত হয়েছিল ১৮৫২-তে। ওই বছরই ফ্রান্সে জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে চালু হয়েছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার। রোমানরা প্রাচীন কালে এপ্রিল মাসে নতুন বর্ষ উদযাপন করত। কিন্তু ইউরোপের বহু মানুষই এই ক্যালেন্ডার মেনে নেননি এবং এ সম্পর্কে জানতও না। পুরানো প্রথা অনুসারে তারা নতুন বছর পালন করতেন মার্চের শেষে।এঁদেরকেই বলা হতো এপ্রিল ফুলস। আরও নানা লোককথা জড়িয়ে আছে এই দিন ঘিরে।

বোকা বানানোর আইডিয়া:

নকল পোকামাকড় ছুঁড়ে দিয়ে, ক্রিম বিস্কুটের মধ্যে টুথপেস্ট দিয়ে বোকা বানাতে পারেন উল্টো দিকের মানুষটাকে। কিংবা অফিসে সহকর্মীর ড্রয়ারের জিনিসপত্র একটু এদিক ওদিক করে বা মাউসের সেন্সরের নিচে ছোট্ট একটা সেলোটেপ লাগিয়েও বোকা বানাতে পারেন বন্ধুকে।


You might also like!