দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআমাদের চোখের সামনেই একাধিক জিনিস আছে, যার সঠিক গুণাগুণ জানলেই একাধিক রোগের প্রতিকার পাওয়া যায়। জোয়ান পাতারও একাধিক উপকার রয়েছে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্ল্যান্ট কম্পাউন্ডের ভরপুর খনি।
এই পাতা মুখের দুর্গন্ধ দূর করে। এই পাতা চিবিয়ে কুলকুচি করলে মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হবে। এই পাতা মাউথফ্রেশনার হিসেবে কাজ করে।
এই পাতা ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। এরমধ্যে রয়েছে অসংখ্য খনিজও। যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এর ফাইবার গ্যাস - অ্যাসিডিটি দূর করে।