Life Style News

1 year ago

Pujo Skin Care: ব্রণ-কালচে ভাব, বলিরেখাও উধাও হবে! এই ৬ উপাদানে ফিরবে ত্বকের হাল

Acne-darkness, wrinkles will disappear! The condition of the skin will return to these 6 ingredients
Acne-darkness, wrinkles will disappear! The condition of the skin will return to these 6 ingredients

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে পুজোর মরশুম। এই সময়ে চারদিন সবাই একটু মনের মতো সাজগোজ করবেন, তারই সঙ্গে পাল্লা দিয়ে চলবে বাইরে খাওয়াদাওয়া। আর এই সব কিছু প্রভাব গিয়ে পড়বে ত্বকের উপর। স্বাভাবিকভাবেই তার তো বেহাল দশা হবেই। তাই এই সময়ে ত্বককে সুরক্ষিত এবং সুন্দর রাখার জন্যে নিয়মিত যত্ন যে নিতেই হবে। জেনে নিন বিস্তারিত। 

দিনের বেলা বাইরে বেরনোর সময়ে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। সকালে বাইরে বেরনোর অন্তত ১৫ মিনিট আগে মুখে, হাতে, গলায় ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিন। এটি আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করবে।

প্রতিদিন দুবার করে মুখ ক্লিনজিং করতেই হবে, আর এই কথাটি কিন্তু ভুললে চলবে না। তাই সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই মুখে ফেসওয়াশ লাগিয়ে পরিষ্কার করে নিতে হবে।

পুজোয় দুদিন শিট মাস্ক ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং জেল্লাও বাড়াবে।

You might also like!