কলকাতা, ১৮ নভেম্বর : দুর্যোগের ভ্রুকুটি কেটেছে, শনিবার সকাল থেকে আবহাওয়ারও উন্নতি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। এবার তাপমাত্রার পারদও নামতে পারে, তবে জমজমাট শীত এখনই অনুভূত হবে না। আপাতত আবহাওয়া থাকবে মনোরমই, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আবহবিদরা জানিয়েছেন, শনিবার থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে দক্ষিণবঙ্গে, আবহাওয়ার উন্নতি হয়েছে কলকাতাতেও। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে, হিমেল পরশও অনুভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা থাকবে নীচের দিকে। তবে, এখনই জমাটি শীত অনুভূত হবে না দক্ষিণবঙ্গের কিছু জেলায়। শীতের আমেজ অবশ্য ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।