kolkata

6 hours ago

Sujaykrishna Bhadra in CBI: সিবিআই-এর জালে সুজয়কৃষ্ণ ভদ্র, নিজাম প্যালেসে কালীঘাটের কাকু

Sujaykrishna Bhadra in CBI net, Kaku of Kalighat in Nizam Palace
Sujaykrishna Bhadra in CBI net, Kaku of Kalighat in Nizam Palace

 

কলকাতা, ১৮ ডিসেম্বর : ইডি-র মামলায় জামিন পেলেও, এবার সিবিআই-এর জালে "কালীঘাটের কাকু" ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার রাতেই হেফাজতে নিতে প্রেসিডেন্সি জেলে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সি। জোকা ইএসআই-তে স্বাস্থ্য় পরীক্ষার পর নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। সুজয়কে নিজেদের হেফাজতে নিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছয় সিবিআই।

তার প্রায় ২ ঘণ্টা পরে আনা হয়েছিল অত্যাধুনিক অ্যাম্বুল‍্যান্স। এর পরে রাত ১২.২৫ মিনিট নাগাদ তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য বার করা হয় জেল থেকে। জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এর পর বুধবার ভোররাতে ২.৩০ মিনিট নাগাদ তাঁকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ইডি-র মামলা থেকে আগেই মুক্তি পেয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তবে প্রেসিডেন্সি জেল হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সোম ও মঙ্গলবার শুনানির জন্য তাঁকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত করানো হয়েছিল। আর এবার সিবিআই-এর হেফাজতে তিনি।

You might also like!