কলকাতা, ২ ডিসেম্বর : ধাপা জয়হিন্দ প্রকল্পে জলের লাইনের ভালভ মেরামতি, পাম্পের ছিদ্র ও মোটর যন্ত্রের মেরামতি থেকে শুরু করে বিভিন্ন কাজ চলবে । সেই কারণেই শনিবার কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম।
পূর্ব কলকাতার মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, বাঘাযতীন, নিউ গড়িয়া, সন্তোষপুর, সার্ভে পার্ক-সহ বিস্তীর্ণ জায়গা জুড়ে আজ পুরনিগমের জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে রবিবার থেকে ফের স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা।
শনিবার জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা কলকাতা পুরনিগমের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। পুরনিগম থেকে জানানো হয়েছিল, শনিবার সকাল ১০টা থেকে গোটা দিন জল সরবরাহ বন্ধ থাকবে। প্রসঙ্গত, ধাপার জয় হিন্দ প্রকল্পের থেকে শহরের একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে পরিশ্রুত জল পাঠানো হয়। সেই তালিকায় রয়েছে জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, জি এস বোস বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সি এন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, তপশিয়া বুস্টার পাম্পিং স্টেশন-সহ আরও বেশ কয়েকটি।