kolkata

1 year ago

Kolkata High Court : হাই কোর্টের নির্দেশের পর সতর্ক রাজ্য, ডানা ছাঁটা হল সিভিক ভলান্টিয়ারদের

Civic voulentere
Civic voulentere

 

কলকাতা, ২৫ মার্চ : সাম্প্রতিক অতীতে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই আবহে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হল।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে নানা সময় সিভিক ভলান্টিয়ারদের কাজ নিয়ে অভিযোগ ও প্রশ্ন উঠেছে। খোদ কলকাতার পুলিশ কমিশনারও বিবৃতি দিয়েছেন এ নিয়ে। এবার তাঁদের জন্য জারি নতুন নির্দেশিকায় রাজ্য পুলিশের ডিরেক্টরেট তাঁদের কী কাজ করতে হবে, তা নির্দিষ্ট করে দিয়েছে। কোনও আইন প্রয়োগ করতে পারবেন না তাঁরা। শুধু মাত্র পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা। কিছু দিন আগেই, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নির্দেশিকা তৈরি করতে রাজ্য পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ২৯ মার্চের মধ্যে নির্দেশিকা তৈরি করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনেই সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশিকা তৈরি করা হল।

নির্দেশিকায় বলা হয়েছে, কোনও আইন প্রয়োগ করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা। ট্রাফিক নিয়ন্ত্রণ, পুজো, উৎসবের সময় ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্য করবেন তাঁরা। সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কয়েক দিন আগে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বেহালার সরশুনা থানার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, দু’জন সিভিক ভলান্টিয়ার ওই যুবককে তুলে নিয়ে যায়। সঙ্গে পুলিশও ছিল। তার পর থেকে আর ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হয় পরিবার। যুবকের পরিবারের আইনজীবী নিহত আনিস খানের প্রসঙ্গ তোলেন। সেখানেও সিভিক ভলান্টিয়ার যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তার পরেই সিভিক ভলান্টিয়াদের নিয়ে এই নির্দেশ দেন বিচারপতি মান্থা।

You might also like!