Country

4 days ago

Mallikarjun Kharge: জাতীয় স্বার্থ কংগ্রেসের কাছে সর্বোচ্চ : মল্লিকার্জুন খাড়গে

National interest is supreme for Congress: Mallikarjun Kharge
National interest is supreme for Congress: Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ৭ মে : অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল জাতীয় নীতি রয়েছে। মল্লিকার্জুন খাড়গে বুধবার এক্স মাধ্যমে জানিয়েছেন, "পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে উদ্ভূত সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল জাতীয় নীতি রয়েছে। আমরা আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গর্বিত যারা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবিরগুলিকে ধ্বংস করেছে। আমরা তাদের দৃঢ় সংকল্প এবং সাহসকে সাধুবাদ জানাই।"

খাড়গে আরও জানান, "পহেলগাম সন্ত্রাসী হামলার দিন থেকে, ভারতীয় জাতীয় কংগ্রেস সীমান্তবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে সশস্ত্র বাহিনী এবং সরকারের সাথে স্পষ্টভাবে দাঁড়িয়েছে। জাতীয় ঐক্য এবং সংহতি সময়ের প্রয়োজন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। অতীতে আমাদের নেতারা পথ দেখিয়েছেন এবং জাতীয় স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ।"

You might also like!