কলকাতা, ৫ মে : “আমি স্পষ্টভাবে বলব — আমাদের শাস্ত্র ও পরম্পরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লঙ্ঘন করেছেন।” দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির প্রসঙ্গে দৈতাপতি ভবানি দাস মহাপাত্রর এই মন্তব্য সোমবার এক্সবার্তায় শেয়ার করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মমতাকে উদ্দেশ করে দৈতাপতি বলেছেন, “তিনি সনাতন ধর্মকে অবজ্ঞা করেছেন। আমাদের কোনো শাস্ত্রেই পাথরের জগন্নাথ বিগ্রহের উল্লেখ নেই…। তিনি যেন অবিলম্বে হিন্দু সমাজের কাছে ক্ষমা চান এবং দৈতাপতিদের পরামর্শ অনুযায়ী যথোপযুক্ত সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেন, যারা যুগের পর যুগ ধরে দেবতার সেবা করে আসছেন।” তথাগতবাবু এই বক্তব্য ছড়িয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে।
দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির প্রসঙ্গে দৈতাপতি ভবানি দাস মহাপাত্র বলেন, “আমি স্পষ্টভাবে বলব — আমাদের শাস্ত্র ও পরম্পরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা লঙ্ঘিত হয়েছে। তিনি সনাতন ধর্মকে অবজ্ঞা করেছেন। আমাদের কোনো শাস্ত্রেই পাথরের জগন্নাথ বিগ্রহের উল্লেখ…
— Tathagata Roy (@tathagata2) May 5, 2025