kolkata

10 months ago

Weather forecast of Bengal: শেষ লগ্নে স্বমহিমায় শীত দক্ষিণবঙ্গে, আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

Weather Update (Symbolic Picture)
Weather Update (Symbolic Picture)

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি: শেষ লগ্নে স্বমহিমায় ফিরেছে শীত। শুক্রবারের পর শনিবারও নেমেছে তাপমাত্রার পারদ। আগামী ২৪ ঘন্টা কলকাতা-সহ সারা রাজ্যেই একই রকম ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী সপ্তাহের গোড়া থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সে ক্ষেত্রে মাঘ মাসের সঙ্গে এই মরসুমের জন্য পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। আসবে বসন্ত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই বৃষ্টির জেরে সাময়িক ভাবে শীতল আবহাওয়া ফিরলেও কনকনে শীত এই মরসুমের জন্য আর ফিরবে না। বরং আগামী সপ্তাহ থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়বে। আবহবিদদের একাংশ মনে করছেন, এই সময় এমন তাপমাত্রা থাকা প্রায় অস্বাভাবিক। মূলত উত্তুরে হাওয়ার দাক্ষিণ্যেই আবহাওয়ার এই ভোলবদল। যাইহোক, শনিবারও বেশ ভালোই ঠান্ডা মালুম হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

You might also like!