Life Style News

10 hours ago

Benefits Of Amlaki:মানবদেহে হৃদযন্ত্র ভালো রাখতে আমলকির রস গুরুত্বপূর্ণ, কী কী উপকারে ব্যবহৃত হয় এই আমলকির রস, জেনে নিন!

Amlaki
Amlaki

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আমলকির মধ্যে রয়েছে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন সি। আমলকি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শীতকালীন মরশুমে আপলকি আপনাকে সুস্থ রাখতে অনবদ্য ভূমিকা পালন করে।

মানবদেহে হৃদযন্ত্রের ভূমিকা অনস্বীকার্য। হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ,কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আমলকির রস জরুরি।  নিয়মিত আমলকি খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। কাঁচা আমলকি খেতে গেলে অনেক সময়েই কষাটে স্বাদ লাগে। তাই যারা  কাঁচা আমলকি খেতে পারেননা তাঁরা আমলকির রস খেতে পারেন। একটু সুস্বাদু ভাবে আমলকির রস তৈরি করতে চাইলে মধু এবং পাতিলেবুর রস ব্যবহার করলেই হবে। এর সাথে মিশিয়ে নিতে পারেন সামান্য বিটনুন আর গোলমরিচের গুঁড়ো।   

শীতের দিনে  মানবদেহে আমলকির ভূমিকা-

১) প্রখর ঠাণ্ডায় অনেকেই  সর্দি-কাশির সমস্যায় ভগেন, এই সমস্যা কমাতে এটি দারুণ ভাবে কাজ করে। তাই শীতকালে প্রতিদিন কয়েক টুকরো কাঁচা আমলকি খাওয়া জরুরি।

২) আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই উপকরণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে। অতএব শীতের দিনে রোজ আমলকি খেলে আপনি সহজে অসুস্থ হবেন না। সংক্রমণের থেকে দূরে থাকবেন। সর্দি-কাশি, হাঁচির সমস্যাও দূরে থাকবে আপনার থেকে।

৩) আমলকি ত্বক ও চুলের জন্য বেশ উপকারি। এই ফল ত্বক এবং চুলের একাধিক সমস্যা দূর করে। আমলকির রস নতুন চুল গজাতে এবং চুলের সঠিক মাত্রায় বৃদ্ধিতে সাহায্য করে। এর পাশাপাশি শীতকালে চুলের অন্যতম সমস্যা হল খুশকি। আমলকির রস মাথার তালুতে লাগাতে পারলে খুশকির সমস্যাও কমবে।

৪) কোষ্ঠকাঠিন্য, বমিভাব, মাথাব্যথা দূর করতে সাহায্য করে।

৫) বহুমূত্র রোগে এটি উপকারী।

৬) দাঁতের জন্য আমলকি কার্যকরী।

৭) মারনরোগ ক্যান্সার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

শীতের সময় ফলের মধ্যে আমলকি এবং আমলকির রস সুস্থ শরীরের জন্য আব্যশক। প্রত্যহ অভ্যাস করুন, ভালো থাকুন,সুস্থ থাকুন।

You might also like!