কলকাতা, ২৫ জুলাই : ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেল শনির চন্দ্রগ্রহণ। বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়েছে মহানগরী কলকাতাও। বুধবার মধ্যরাতে দিল্লি, কলকাতা-সহ দেশের বিভিন্ন শহর থেকে দেখা গিয়েছে শনির চন্দ্রগ্রহণ। চাঁদ ও শনি যখন এক সরলরেখায় অবস্থান করে এবং চাঁদের ছায়ায় শনি ঢাকা পড়ে যায়, তাকে বলে শনির চন্দ্রগ্রহণ।
বুধবার রাত ১.৩০ মিনিট থেকে শুরু হয় শনির চন্দ্রগ্রহণ, চলে ভোররাত পর্যন্ত। চাঁদের পেছন থেকে আংশিক ভাবে উঁকি মারতে দেখা যায় শনিকে। ভারত ছাড় শ্রীলঙ্কা, মায়ানমার, চিন ও জাপান থেকে শনির চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। এরপর আবার এই বছর ১৪ অক্টোবর হবে শনির চন্দ্রগ্রহণ।