কলকাতা, ৩ এপ্রিল : “বিজেপি ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য ভুল এবং অপরাধের জন্য তাঁকে আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে।” বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য। অমিতবাবু লিখেছেন, “ভারতের বেশ কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অনেক ছোট ছোট নিয়োগ কেলেঙ্কারির জন্য দোষী সাব্যস্ত করা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক পদের জন্য আকাঙ্ক্ষা পোষণকারী হাজার হাজার তরুণ-তরুণীর কেরিয়ার এবং ভবিষ্যৎ ধ্বংস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করা উচিত।”
Several former Chief Ministers in India have been convicted and imprisoned for far smaller recruitment scams. It is only fitting that Mamata Banerjee be held accountable for destroying the careers and futures of thousands of young men and women who aspired for teaching and…
— Amit Malviya (@amitmalviya) April 3, 2025