kolkata

1 year ago

Kolkata road improvement is stuck : জীর্ণ দশা ! পুজোর আগে কী হাল ফিরবে রাজপথের , নাকি প্রতিশ্রুতিই সার

Kolkata road improvement is stuck
Kolkata road improvement is stuck

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরে তেমন করে বৃষ্টি হয়নি তিলোত্তমায় , দু এক পশলা যা বৃষ্টি হয়েছে তাতেই দৈন্যদশা সামনে এসে পড়েছে রাজপথের, এ দিকে, পুজো আসতে আর দেড় মাসও বাকি নেই। তবে প্রশ্নটা হল, পুজোর আগে শহরের জরাজীর্ণ পথের চেহারা আদৌ বদলাবে কি?  

খিদিরপুর, ডায়মন্ড হারবার রোড, ই এম বাইপাস বন্দর এলাকা বিবিধ স্থানের রাস্তার বেহাল অবস্থ চোখে পড়ে, দড় থেকে মাঝার গর্ত সর্বত্র ছড়িয়ে রয়েছে,আর সেখান দিয়েই অনবরত ভারী মালবাহী যান আসছে-যাচ্ছে। দেখাও গেল, ভারী গাড়ির চাকা গর্তে পড়তেই বিপজ্জনক দুলুনি! যদিও গর্তের জন্য চালককে গতি কমাতে হচ্ছে আগেই। হাইড রোডের ধারে একটি কারখানার এক নিরাপত্তরক্ষীর কথায়, ‘‘গর্ত এতই বেশি যে, চালক সামান্য অন্যমনস্ক হলেই গাড়ি উল্টে যেতে পারে। এমন ঘটেছে একাধিক বার।’’ 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই পুকুরের চেহারা নেয় হাইড রোড। ছোট গাড়ি বড় গর্তে পড়ে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা হামেশাই ঘটে।শুকনো দিনে ভাঙাচোরা হাইড রোড ভারী গাড়ির ক্রমাগত যাতায়াতে ধুলোয় ঢেকে যায় পুরো এলাকা, স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ রয়েছে খিদিরপুরের সার্কুলার গাডেনরিচ রোডের অবস্থা নিয়েও। তাঁদের মতে, বার বার রাস্তা সারাই হলেও বেশি দিন টিকছে না। নির্মাণ সামগ্রী ভাল মানের না হওয়ায় দ্রুত পিচ উঠছে। রাস্তা সারাইয়ের জন্য কলকাতা পুরসভা কেবল জোড়াতাপ্পি দেয়। অভিযোগ, সেই কাজটাও ঠিকঠাক না হওয়ায় এতটা দুরবস্থা। 

তবে, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (রাস্তা) অভিজিৎ মুখোপাধ্যায়ের দাবি, ‘‘শহরের বিভিন্ন রাস্তা পুরসভা ছাড়াও বিভিন্ন দফতরের অধীনে। সেই সব দফতরের সঙ্গে যোগাযোগ রেখে পুজোর আগেই রাস্তা সংস্কারের কাজ হবে।’’

You might also like!