kolkata

1 year ago

Road Accident at Eco Park : জয়রাইডে বেরিয়ে সিগন্যাল ভেঙে ধাক্কা, ট্রাফিক কনস্টেবলকে ‘মার’, ধৃত কীর্তিমান

Road Accident (Symbolic Picture)
Road Accident (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিউটাউনের ইকোপার্কের কাছে বন্দের মোড়ে জয়রাইডে বেরিয়ে সিগন্যাল ভেঙে এক ব্যক্তিকে ধাক্কা মারে এক মদ্যপ তরুণ-তরুণী। পথ দুর্ঘটনায় জখমকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তাঁকে মারধর  করে এই মদ্যপ তরুণ-তরুণী। 

বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিট, কদমপুকুর থেকে মেইন রোড পেরিয়ে যাত্রাগাছি অটোস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন পেশায় মিষ্টির দোকানের কর্মচারী গৌতম কর্মকার। বছর পঞ্চাশের ওই ব্যক্তি ঝালিগাছির বাসিন্দা। পর পর দুটি সিগন্যাল লাল থাকায় তিনি রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। সেই সময় নারকেল বাগানের দিক থেকে দ্রুত গতিতে ইকোপার্কের দিকে আসছিল দুটি বাইক। 

বন্দের মোড় সিগন্যাল ভাঙে বাইক দুটি। ওই ব্যক্তিকে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় গৌতমবাবু ছিটকে রাস্তায় পড়ে যান। সেই সময় ট্রাফিক সিগন্যালে থাকা কনস্টেবল পলাশ বৈদ্য একটি বাইক ধরার চেষ্টা করেন। তখন পাশের বাইকের যুবক-যুবতী নেমে ওই ট্রাফিক কনস্টেবলকে মারধর করে বলে অভিযোগ। তাঁর পা, হাতে এবং চোখের নিচে আঘাত লাগে। অন্য বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দা। কাছেই ইকোপার্ক থানা। প্রায় সঙ্গে সঙ্গে আসে বিশাল পুলিশবাহিনী। ট্রাফিক কনস্টেবলকে যে যুবক মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। বারবার সে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টাও করে। পরে তাকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়।

You might also like!