kolkata

2 weeks ago

Debashree Chowdhury: কসবায় বিজেপি কর্মীকে চপারের কোপ মারার অভিযোগ, পুলিশের দ্বারস্থ দেবশ্রী চৌধুরী

Debashree Chowdhury
Debashree Chowdhury

 

কসবা, ২৮ এপ্রিল: কলকাতা সাংগঠনিক জেলার কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারকে চপারের কোপ মারার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে আনন্দপুর থানার সামলে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা । দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সরস্বতী দেবীর বাড়িতে যান। তারপর তাঁকে সঙ্গে নিয়ে থানায় আসেন। ওসির সঙ্গে দেখা করতে চান। কিন্তু, ওসি থানায় না থাকায় কথা হয়নি। যদিও হামলার কথা অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

এদিকে এ ঘটনায় যাঁরা অভিযুক্ত তাঁদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন আন্দোলনরত বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের নিয়ে থানার গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় দেবশ্রী চৌধুরীকে। চলতে থাকে স্লোগান। মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্ব চলছে, দক্ষিণ কলকাতার তৃণমূলের মহিলা প্রার্থী মালা রায় ভোট চাইছে মেয়েদের এই করার জন্য? একজন মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।”

সুর চড়াতে দেখা যায় পুলিশের বিরুদ্ধে। ওসির দেখা না পেয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন দেবশ্রী। বলেন, “থানায় তো নেই। স্নান করতে গিয়েছেন। স্নান করে মাংস ভাত খাবেন। তারপর সুখটান দেবেন। দিয়ে সুশান্ত ঘোষকে ফোন করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন। উনি যতক্ষণ না আসেন আমরা এখানে বসে থাকব। দেখি ওনার হজম হতে কতক্ষণ লাগে। তারপর ওষুধ নিয়ে আসব।”


You might also like!