West Bengal

1 week ago

How to Check HS Result: আজই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, অনলাইনে রেজাল্ট দেখতে লাগবে কী কী?

Higher secondary result
Higher secondary result

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার, 8 মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকে রেজাল্ট। বিগত বছরগুলির মতো এবারও অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন ছাত্র-ছাত্রীরা। ওয়েবসাইটে কী ভাবে দেখা যাবে ফল? রেজাল্ট দেখতে হাতের কাছে রাখতে হবে কী কী?

কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল?

উচ্চ মাধ্য়মিকের শিক্ষা সংসদ জানিয়েছে, সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখত পাবে পড়ুয়ারা। এছাড়া বেশ কয়েকটি বেসরকারি সংস্থার ওয়েবসাইট থেকেও দেখা যাবে ফল। এই ওয়েবসাইটগুলি হল, www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে লাগবে কী কী?

উল্লেখ্য, রেজাল্ট দেখার সময় পড়ুয়াদের হাতের কাছে রাখতে হবে অ্য়াডমিট কার্ড। ফল দেখার সময় রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে ছাত্র-ছাত্রীদের। এটা ছাড়া কোন ভাবেই অনলাইনে দেখা যাবে না রেজাল্ট।

কী ভাবে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?

অনলাইনে রেজাল্ট দেখতে প্রথমে পড়ুয়াদের সংসদের ওয়েবসাইটগুলিতে করতে হবে লগ ইন। ওয়েবসাইটের হোম পেজে দেখা যাবে West Bengal Higher Secondary Examinations 2024 – এই লেখাটি। এর উপর ক্লিক করলেই খুলে যাবে একটি পেজ। সেখানে পরীক্ষার্থীকে রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে। সব শেষে সাবমিট অপশানে ক্লিক করলেই স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট। যা ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারবে পড়ুয়ারা।

মোবাইল অ্যাপে কী ভাবে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?

মোবাইল অ্যাপে রেজাল্ট দেখতে হলে পড়ুয়াদের Google প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে Exametc.com, Uccha Madhyamik Results 2024 , WB HS Result বা FASTRESULT অ্যাপ। এর পর অ্যাপে ঢুকে লিখতে হবে রোল নম্বর ও জন্ম তারিখ। তা হলেই দেখা যাবে ফল।

SMS-এ কী ভাবে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?

SMS-এ রেজাল্ট জানতে হলে পড়ুয়াদের মোবাইল ফোনের Write Massage অপশানে গিয়ে লিখতে হবে WB 12। এর পর থাকবে রোল নম্বর। শেষে গোটা SMS-টি পাঠাতে হবে 56070/56263 নম্বরে। SMS পাঠানোর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারবে সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রী।

কখন অনলাইনে দেখা যাবে উচ্চ মাধ্য়মিকের রেজাল্ট?

বুধবার (8 মে) দুপুর 1টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে সংসদ। এর 2 ঘণ্টা পর অর্থাৎ দুপুর 3টে থেকে তা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে দেখতে পাবে পড়ুয়ারা। 10 মে স্কুল থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে তারা।

You might also like!